শিল্পাঞ্চল

অত্যাধুনিক পশু চিকিৎসালয়ের সূচনা শহরে

সংবাদ সফর, দুর্গাপুর: প্রিয় পোষ্যটির জন্য চিন্তার দিন শেষ। হাতের কাছেই মিলবে অত্যাধুনিক চিকিৎসা। রবিবার দুর্গাপুর সিটি সেন্টার বেঙ্গল অম্বুজার ঊর্বশীতে মেট্রোপলিটন ভেটেনারি অ্যাডভান্সড ক্লিনিকের উদ্বোধন পর্বে এমনটাই জানালেন সংস্থার আধিকারিকরা। এদিন, এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা আবির চট্টোপাধ্যায়। এছাড়াও রাজ্য পুলিশের ডিআইজি ফারহাদ আব্বাস, দুর্গাপুরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের অধ্যক্ষা পাপিয়া মুখোপাধ্যায় সহ বিশিষ্টজনেরা। রবিবার এই ক্লিনিকের উদ্বোধনী ভাষণে অভিনেতা আবির চট্টোপাধ্যায় জানান, এই পৃথিবীতে মানুষের পাশাপাশি পশুপাখিদেরও নিশ্চিন্তে বেঁচে থাকার অধিকার রয়েছে। সেক্ষেত্রে অবলা এই প্রাণীগুলির চিকিৎসায় শিল্প নগরীতে এ ধরনের ক্লিনিকের প্রয়োজনীয়তা প্রসঙ্গে আলোকপাত করেন তিনি।এই পশু চিকিৎসালয়ের তরফে দেবদীপ সান্যাল, অয়ন মুখোপাধ্যায়রা জানান, একই ছাদের তলায় সব রকমের চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে। অল্প খরচে নিয়মিত চেকআপ, ভ্যাকসিনেশন, অস্ত্রোপচার সহ সুলভে প্রিয় পোষ্যটির চিকিৎসার বিভিন্ন সুযোগ-সুবিধা মিলবে এখানে বলে জানান তারা। তাদের কথায়, অনেক সময় পোষ্য বা পশুদের শারীরিক সমস্যা বুঝতে পারেন না সাধারণ মানুষজন। সেক্ষেত্রে এই ক্লিনিকে অত্যাধুনিক চিকিৎসার মাধ্যমে রোগ নির্ণয় সহ তা সমাধানের সব রকম ব্যবস্থা রাখা হচ্ছে। অধিকাংশ ক্ষেত্রে দাঁতের বিভিন্ন সমস্যা দেখা দেয় এই সব অবলা প্রাণীদের। এই ক্লিনিকে যথাযথ নির্ণয় সহ তা নিরাময়ের ব্যবস্থা রাখা হচ্ছে বলে জানান দেবদীপবাবুরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button