পুকুর ভরাটের অভিযোগে সোচ্চার গ্রামবাসীরা

সংবাদ সফর, আসানসোল: বেআইনিভাবে পুকুর ভরাটের অভিযোগে সোচ্চার হলেন গ্রামবাসীরা। বুধবার কুমারপুর গ্রাম উন্নয়ন সমিতির উদ্যোগে তরফে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। মিছিল শেষে পশ্চিম বর্ধমান ডিএলআরও অফিসে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। বিক্ষোভকারীদের অভিযোগ, লোয়ার কুমারপুরে ১৫১ দাগের প্রায় এক একর পাঁচ শতকের একটি পুকুর বেআইনিভাবে ভরাট করা করা হচ্ছে। রীতিমতো পাঁচিল তুলে ওই পুকুর ভরাটের কাজ চালাচ্ছেন কানাইলাল শর্মা ও শংকর শর্মা নামের ব্যক্তিরা। গ্রামবাসীদের বক্তব্য, সাধারণ মানুষের ব্যবহারের নিমিত্ত ওই পুকুরটি চিহ্নিত করা রয়েছে। কিন্তু জনস্বার্থ জলাঞ্জলি দিয়ে ওই পুকুর ভরাটের কাজ চলছে বলে অভিযোগ করেন গোবর্ধন মন্ডল। তিনি জানান, বিষয়টি সরাসরি মুখ্যমন্ত্রীর নজরে আনা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও কাজের কাজ কিছু হয়নি। এমনকি সংশ্লিষ্ট প্রশাসনের আধিকারিকদের তরফে কোন সদুত্তর মেলেনি বলে গোবর্ধনবাবু জানান। এ ব্যাপারে আগামীদিনে জেলা প্রশাসনের দ্বারস্থ হওয়ার পাশাপাশি দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। তবে এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের তরকে কোন প্রতিক্রিয়া মেলেনি।