দূষণ যন্ত্রণায় জেরবার, অভিযোগে বিক্ষোভে গ্রামবাসীরা

সংবাদ সফর, আসানসোল: কারখানার দূষিত ধোঁয়ায় জর্জরিত গ্রাম। ফলে দিনে দিনে বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন তারা। এই অভিযোগে শুক্রবার জামুরিয়ার ধাসনা গ্রামের বাসিন্দারা পার্শ্ববর্তী কারখানার সামনে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন। এসবের কারণে কারখানার ৩ নং গেটের সামনে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। কারখানার শ্রমিকদের যাতায়াতের ব্যাঘাত সৃষ্টি হয় গ্রামবাসীদের বিক্ষোভ আন্দোলনের জেরে। কিছুক্ষণের মধ্যেই ওই কারখানা কর্তৃপক্ষের তরফে ব্যবস্থা গ্রহণের আশ্বাসে রণে ভঙ্গ দেন গ্রামবাসীরা। এদিনের বিক্ষোভ আন্দোলন প্রসঙ্গে ধাসনা গ্রামের বাসিন্দা শিবনাথ মুখোপাধ্যায়। শিউলি পাঠক রেখা বিশ্বকর্মারা জানান, কারখানার দূষণে গ্রামবাসীরা শ্বাসকষ্টজনিত রোগে ভুগছেন। নিত্যদিন কারখানার ধোঁয়া, ধুলোয় গোটা এলাকা বসবাসের অনুপযুক্ত হয়ে পড়েছে। বারবার এ ব্যাপারে কারখানা কর্তৃপক্ষকে সচেতন করা হলেও কাজের কাজ কিছু হয়নি। সেক্ষেত্রে দূষণ নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার দাবিতে সোচ্চার হন তারা। অন্যথায় তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হোক বলে জানান তারা। এদিকে, এই বিক্ষোভের জেরে নড়েচড়ে বসে কারখানা কর্তৃপক্ষ। আগামী শনিবার উচ্চপর্যায়ের আলোচনা সাপেক্ষে ব্যবস্থার গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষের তরফে আশ্বাস মিলেছে বলেও জানান গ্রামবাসীরা। তবে এ ব্যাপারে কারখানা কর্তৃপক্ষের তরফে কোন প্রতিক্রিয়া মেলেনি।