রাজ্যস্তরের প্রতিযোগিতায় সফল মৈত্রেয়ী
সংবাদ সফর, বাঁকুড়া: রাজ্য স্তরের ক্যারাটে প্রতিযোগিতায় সাফল্য পেলেন মৈত্রেয়ী। এই প্রতিযোগিতায় অনূর্ধ্ব ১৭ বিভাগে ব্রোঞ্জ পদক পান করেন ছাতনার শুশুনিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী মৈত্রেয়ী বন্দ্যোপাধ্যায় । বাঁকুড়া জেলার । ছোট এই মেয়েটিকে ১০ বছর বয়স থেকেই ক্যারাটে প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি করে দিয়েছিলেন তার মা রমা বন্দ্যোপাধ্যায়। তিনি চেয়েছিলেন ছোট থেকেই মেয়ে যেন নিজের আত্মরক্ষা নিজেই করতে পারে। ইতিমধ্যে বিভিন্ন প্রতিযোগিতায় সে সাফল্য দেখিয়েছে। এবার রাজ্য স্তরের প্রতিযোগিতায় সফলভাবে উত্তীর্ণ হয়ে জেলার মুখ উজ্জ্বল করল সে।কলকাতার ক্ষুদিরাম অনুশীলন মঞ্চে সম্প্রতি রাজ্য সরকারের ওয়েস্ট বেঙ্গল স্পোর্টস কাউন্সিল ফর স্কুল গেমস এন্ড স্পোর্টস এই প্রতিযোগিতাটির আয়োজন করে। সেখানে ২৩ টি জেলার প্রতিযোগী অংশগ্রহণ করে। রাজ্য স্তরে সাফল্য প্রসঙ্গে মৈত্রেয়ীর বক্তব্য, সে পড়াশোনার পাশাপাশি ক্যারাটে চর্চাও চালিয়ে যাবে। ভবিষ্যতে সে ডিফেন্স লাইনে যেতে চায় জানায় ওই পড়ুয়া। মৈত্রেয়ীর সাফল্যে জেলার মেয়েরা ক্যারাটে শিখতে উৎসাহ পাবে বলে মত স্কুলের শিক্ষকদের।