শিল্পাঞ্চল

দুর্গাপুর এডিটরস্ গিল্ডের শিবির উদ্বোধনে মন্ত্রী

সংবাদ সফর, দুর্গাপুর: আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু হল দুর্গাপুর এডিটরস্ গিল্ডের। শুক্রবার চিত্রালয় মেলা ময়দানে গিল্ডের অস্থায়ী শিবির সূচনা করেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার। একইসঙ্গে এই শিবিরে পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, দুর্গাপুর নগর নিগমের মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়কে গিল্ডের সদস্যদের তরফে সংবর্ধনা জানানো হয়। তারা সকলেই দুর্গাপুর এডিটরস্ গিল্ডের সার্বিক সাফল্য কামনার পাশাপাশি সব রকমের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এদিন, এই অনুষ্ঠানে রণ ঘোষ, সুশান্ত বন্দ্যোপাধ্যায়, শিল্পাঞ্চলের বর্ষীয়ান সাংবাদিক প্রশান্ত কুমার দাস, হীরেন মুখোপাধ্যায় সহ মুনমুন দত্ত, শান্তা ধাড়া, প্রানেশ মন্ডল, দেবব্রত ঘোষ, কাকলি গুহ রক্ষিত, অভি ভট্টাচার্য , সনৎ কুমার বন্দ্যোপাধ্যায় সহ দুর্গাপুর থেকে প্রকাশিত বিভিন্ন পত্রপত্রিকার সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, দুর্গাপুর থেকে প্রকাশিত বিভিন্ন সংবাদপত্রের সম্পাদক মন্ডলীর সম্মিলন দুর্গাপুর এডিটরস্ গিল্ড। এইসব আঞ্চলিক পত্রপত্রিকার স্বার্থ সুরক্ষা ও সার্বিক উন্নয়নে গিল্ডের পথচলা শুরু হয়েছে। গিল্ডের সদস্যদের আবেদন সাপেক্ষে দুর্গাপুর উৎসব কমিটির তরফে একটি অস্থায়ী শিবিরের ব্যবস্থা করে দেওয়া হয়। সেক্ষেত্রে উৎসব উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন গিল্ডের সদস্যরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button