শিল্পাঞ্চল

তিলোত্তমার বিচারের দাবিতে প্রতিবাদের স্লোগান কার্নিভালেও!

সংবাদ সফর, দুর্গাপুর: কথায় বলে-শেষ ভালো যার , সব ভালো তাব। কিন্তু শেষের শুরুটাই যে কিছুটা এলোমেলো করে দিল। উৎসবের শেষ। তার পরেই পুজো কার্নিভাল। সোমবার দুর্গাপুরেও পুজো কার্নিভালের আয়োজন করা হয়। এদিন, পুজো কার্নিভালের বর্ণাঢ্য শোভাযাত্রার সূচনাই হল প্রতিবাদ দিয়ে। দেশের বিভিন্ন প্রান্তে নারী নির্যাতনের পাশাপাশি আরজি কান্ডের তিলোত্তমা খুনের প্রতিবাদে উঠল ‘ উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান।

শোভাযাত্রার একবোরে প্রথমে ফুলঝোর সার্বজনীন পুজো কমিটির তরফে নৃত্য নাটিকায় নারী নির্যাতনের বিভিন্ন ঘটনা তুলে ধরা হয়। সেখানেই আরজি কান্ডের পরিপ্রেক্ষিতে ধ্বনিত হল সেই প্রতিবাদী স্লোগান ‘ উই ওয়ান্ট জাস্টিস’। ফলে কার্নিভাল মঞ্চে উপস্থিত রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার, জেলা তৃণমূল সভাপতি তথা পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, বিশেষ অতিথি তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী সহ প্রশাসনের কর্তাব্যক্তি অন্যান্য শাসক নেতৃত্ব কিছুটা অস্বস্তিতে পড়েন বলাই চলে। যদিও সম্প্রতি রাজ্য সরকারের অপরাজিতা বিলরূপী ত্রিশূলে অসুর নিধনের নাটকীয় মুহূর্তে আপাত স্বস্তির নিঃশ্বাস ফেলেন তারা।

তবে কার্নিভালে এই স্লোগান নিয়ে বিচলিত নন বলে জানান শাসক নেতৃত্ব। এই শোভাযাত্রায় নারী নির্যাতনে মুখ্যমন্ত্রীর অপরাজিতা বিলকেই গুরুত্ব দেওয়া হয়েছে বলে মনে করেন তারা। একইসঙ্গে আরজি কান্ডের চিকিৎসক খুনের ঘটনার যথাযথ বিচারের দাবি তারাও জানিয়েছেন । তবে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে তারা এই প্রতিবাদে সামিল হয়েছেন। বিরোধীদের মতো রাজনৈতিক স্বার্থে নয় বলে জানিয়ে দেন তৃণমূল নেতৃত্ব। বলাই বাহুল্য, প্রতি বছরের মতো এবারেও দুর্গাপুরে পুজো কার্নিভালের আয়োজন করা হয়। এই কার্নিভালে অগ্রণী সাংস্কৃতিক পরিষদ, নবারুণ ক্লাব, চতুরঙ্গ সহ বিভিন্ন পুজো কমিটি তাদের ট্যাবলো সহ বিশেষ সাজসম্ভার নিয়ে অংশ নেন। নাচে গানে কার্নিভালে তাদের তরফে বিভিন্ন অনুষ্ঠান পরিবেশিত হয়।

শোভাযাত্রার প্রথমেই ছিল ফুলঝোর সার্বজনীন দুর্গোৎসব কমিটি। তাদের তরফেই নারী নির্যাতনের পরিপ্রেক্ষিতে ‘ উই ওয়ান্ট স্লোগান’ ওঠে। তবে গত কয়েকমাস ধরে এই স্লোগান ঘিরে নানা বিতর্কের সূচনা হয়েছে। আর শিল্পাঞ্চলের কার্নিভালেও এই স্লোগান ওঠায় বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button