বেহাল নিকাশি ব্যবস্থা, বৃষ্টিতে ভাসল শিল্পাঞ্চল
সংবাদ সফর, দুর্গাপুর : বেহাল নিকাশি ব্যবস্থা। তারই জেরে ভাসল শিল্পাঞ্চল। বুধবার রাতভর বৃষ্টিতে পুর পরিসেবার কঙ্কালসার চেহারাটা ফুটে উঠল দুর্গাপুর নগর নিগমের বিভিন্ন ওয়ার্ডে। ৪৩ টি ওয়ার্ডের মধ্যে সিংহভাগ ওয়ার্ডের মানুষ কার্যত জলবন্দী দশায় রাত জাগলেন শহরবাসী। যেদিকে চোখ যায়, সেদিকেই শুধু জল আর জল। শহরের রাস্তা রাস্তাগুলিকে আলাদাভাবে চেনার উপায় নেই। জলের স্রোতে সেগুলি কার্যত নদীর রূপ নিয়েছে। ডুবে গিয়েছে বিস্তীর্ণ এলাকা। রাতভর বৃষ্টিতে দুর্গাপুর শহরের ১৩,১৪, ১৯,২০, ২১, ২৯,৩০ সহ বিভিন্ন ওয়ার্ডে জল থই থই অবস্থা। টানা বৃষ্টির জেরে সেপকো টাউনশিপের একাংশ, সরকারি মহাবিদ্যালয়ের পাশের বস্তি, এনআইটির সামনের রাস্তা, ৫৪ফুট, সারদাপল্লী, শ্রীনগরপল্লী, আনন্দপুরী, মেন গেটের একাংশ সহ বহু এলাকা কার্যত জলের তলায় চলে গিয়েছে। এনআইটির সামনের রাস্তায় বাইক ভেসে যেতে দেখা যায়। ৫৪ ফুট থেকে চারচাকা গাড়ি ভেসে চলে আসে তপোবন এলাকায়। জলের মধ্যেই গাড়িটিকে ধরে রাখতে দেখা যায় এক ব্যক্তিকেও। খবর মিলেছে, আশপাশের বস্তি এলাকার মানুষজনেদের জন্য সরকারি মহাবিদ্যালয়ের শ্রেণীকক্ষ ও শৌচাগার খুলে দিয়েছেন কলেজ কর্তৃপক্ষ। ২৪ নং ওয়ার্ডের স্টীল পার্ক, ২৬ নম্বর ওয়ার্ডের নিবেদিতা পার্কের বাসিন্দারা কার্যত জলবন্দী হয়ে পড়েন। দুর্গাপুর এনআইটি সংলগ্ন রাস্তায় প্রচুর জল জমে যায়। বাড়ির বাইরে রাখা দু চাকা চার চাকা প্রায় জলে ডুবে যায়। ফলে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। এমনকি এক বুক সমান জল ঠেলে স্থানীয় মানুষজনেদের যাতায়াতের ছবিও ধরা পড়ে শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায়। বাড়িতে জল ঢুকে গিয়ে খাবারদাবার, আসবাবপত্র সহ বিভিন্ন সামগ্রী নষ্ট হয়ে গিয়েছে বলে জানান অনেকেই। সেক্ষেত্রে শহর শিল্পাঞ্চলের নিকাশি ব্যবস্থা সহ পুর পরিসেবা নিয়ে প্রশ্ন ওঠায় স্বাভাবিক। তবে নিচু জায়গার জন্য ওই এলাকাগুলি জলমগ্ন হয়েছে বলে সাফাই পুর প্রশাসনের। তাদের তরফে নিকাশি ব্যবস্থার সার্বিক সংস্কারে প্রচেষ্টা চালানো হয়েছে বিস্তর। কিন্তু কাজের কাজ খুব একটা হয়নি বলে জানান দুর্গাপুর নগর নিগমের মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়। তবে জল একটু কমলে নগর নিগমের প্রতিনিধিরা এলাকা পরিদর্শন করবেন বলে জানান তিনি। প্রতিবছরই প্রায় কোটি কোটি টাকা খরচ করে শহরের নিকাশি ও সাফাই ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন বিজেপি নেতা তথা বিধায়ক লক্ষণ ঘোড়ুই। সবেতেই তৃণমূলের দুর্নীতি ও কাটমানির জেরে জলে ডুবছে দুর্গাপুর। একইসঙ্গে বেআইনি প্রোমোটিং, জবরদখল এই শিল্প শহরকে বিপর্যস্ত করে তুলেছে। সেক্ষেত্রে দুর্গাপুর সহ রাজ্যে তৃণমূলকে সরানোর ডাক দেন তিনি। এদিকে, রাতভর বৃষ্টি হলেও এখনও আকাশের মুখ গোমড়া। ফলে যে কোনও সময় প্রবল বৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে নতুন করে বিপদের আশংকায় রয়েছেন শহরের মানুষজন।