সন্ধান মেলেনি শিল্পীর, প্রশাসনের ভূমিকায় প্রশ্ন
সংবাদ সফর, দুর্গাপুর: চার-পাঁচ দিন কেটে গিয়েছে। এখনও নিখোঁজ শিল্পীর সন্ধান মিলল না। সেক্ষেত্রে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকেই। কিন্তু নিখোঁজ শিল্পী দেবাশীষ দত্তের হদিশ পেতে সব রকমের প্রচেষ্টা চালানো হচ্ছে বলে দাবি পুলিশ প্রশাসনের। উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুর্গাপুরে একটি অনুষ্ঠানে যোগ দেন শ্রীরামপুর পঞ্চায়েতের শ্রীপল্লীর বাসিন্দা তথা তবলা বাদক দেবাশীষ দত্ত। কিন্তু তারপর আর বাড়ি ফেরেন্নি তিনি। শুক্রবার সকালে গোপালমাঠ থেকে শ্রীরামপুর যাওয়ার পথে পিএসওয়াই রোডের ব্রিজ সংলগ্ন সিঙ্গারণ নদীতে ওই শিল্পীর স্কুটি সহ ব্যাগ উদ্ধার হয়। প্রাথমিকভাবে অনুমান, গত দুদিন বৃষ্টির জেরে সিঙ্গারণ নদীর জলের তোড়ে জলে তলিয়ে গিয়েছেন ওই শিল্পী। সেদিন থেকেই নিখোঁজ শিল্পীর সন্ধানে জোর তল্লাশিতে নেমেছে পুলিশ প্রশাসন। দুটি প্রশিক্ষিত উদ্ধারকারী দল সহ ড্রোন ক্যামেরা, স্পিড বোটের সাহায্যে তল্লাশি চালানো হয়। শিল্পী দেবাশীষ দত্তের সন্ধান পেতে সংশ্লিষ্ট ব্লক প্রশাসনের তরফে নদীর চর, মানা এলাকায় ভুটভুটি করে তল্লাশি চালানো হচ্ছে। কিন্তু শেষ পাওয়া খবর পর্যন্ত দেবাশীষ বাবুর কোন সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছেন পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিরা। এদিকে, নিখোঁজ শিল্পীর সন্ধানে পুলিশের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। কিন্তু পুলিশ প্রশাসনের তরফে সব রকমের প্রচেষ্টা চালানো হচ্ছে বলে জানান অন্ডালের এসিপি।