শিল্পাঞ্চল
শিল্পাঞ্চলের বাজারে হানা টাস্ক ফোর্সের

সংবাদ সফর, দুর্গাপুর: বাজারে আগুন। কাঁচা শাকসবজি থেকে শুরু করে মাছমাংসের চড়া দামে নাকাল হচ্ছেন ক্রেতা সাধারণ। এসবের পরিপ্রেক্ষিতেই বুধবার দুর্গাপুরের সেন-মার্কেট সহ বেনাচিতি বাজারে হানা দেয় প্রশাসনের বিশেষ টাস্ক ফোর্স। প্রশাসনের কর্তাব্যক্তি সহ কৃষি বিভাগের আধিকারিকরা বিভিন্ন দোকানে খাদ্য সামগ্রীর দাম সহ ওজন পরীক্ষা করেন। ওজনের গরমিলের কারণে এক মাছ বিক্রেতাকে বৈদ্যুতিক ওজন যন্ত্রটি সংশ্লিষ্ট অফিসে জমা দেওয়ার নির্দেশ দেন ডেপুটি ম্যাজিস্ট্রেট সাথী দত্ত। এদিন, অভিযানকারী এই দলে কৃষি বিভাগের সহ-অধিকর্তা দিলীপ কুমার মন্ডল ও পুলিশ প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন।