বিশ্ব ডায়াবেটিস দিবস পালন কৃষ্ণপুর হাই স্কুলে
সংবাদ সফর, বর্ধমান: বিশ্ব ডায়াবেটিক দিবস পালিত হল কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ে। একইসঙ্গে শিশু দিবসও পালন করা হয় স্কুলের তরফে। এই উপলক্ষে বৃহস্পতিবার সেমিনার সহ অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান ১ নং ব্লক স্বাস্থ্য দফতরের ডাঃ দেবব্রত রায়, ডাঃ আমিনা খাতুন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌমেন কোনার সহ অন্যান্য শিক্ষকশিক্ষিকা ও পড়ুয়ারা। এদিন, ডাঃ দেবব্রত রায় ডায়াবেটিস রোগের লক্ষণ, কারণ ও প্রতিকার বিষয়ে সচেতনতামূলক বক্তব্য রাখেন। প্রধান শিক্ষক সৌমেন কোনার জানান, বিশ্বে বর্তমান লাইফ স্টাইল, খাদ্যাভ্যাস,ধূমপান জনিত কারণে ডায়াবেটিস রোগীর সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে। ছাত্রছাত্রীদের এই বয়স থেকে এই রোগ প্রতিরোধে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। বৃহস্পতিবার শিশু দিবস উপলক্ষ্যে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকারা ছাত্রছাত্রীদের মিষ্টিমুখ করান।