সংস্কৃতি
ডায়াবেটিস নিয়ে সচেতনতা প্রচারে পদযাত্রা শিল্পাঞ্চলে
সংবাদ সফর, দুর্গাপুর: ডায়াবেটিস নিয়ে সচেতনতা বৃদ্ধিতে উদ্যোগ শিল্পাঞ্চলে। বৃহস্পতিবার বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বেঙ্গল ডায়াবেটিস ফাউন্ডেশন, দুর্গাপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও রোটারি ক্লাব অফ দুর্গাপুরের তরফে এই পদযাত্রার আয়োজন করা হয়। বেনাচিতিতে এই পদযাত্রায় অংশ নেয় ক্ষুদে পড়ুয়ারাও। এই পদযাত্রার। পথনাটিকা, সহ নৃত্যে অংশ নেন কলাকুশলীরা। নিয়মিত ব্লাড সুগার পরীক্ষা সহ সার্বিক ডায়াবেটিস রোধে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এই পদযাত্রা বলে জানান চিকিৎসক অমিতাভ বিশ্বাস। তিনি আরও বলেন, বেঙ্গল ডায়াবেটিকস ফাউন্ডেশন একেবারে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিয়ে থাকে। ডাইবেটিস আক্রান্তদেরও চিকিৎসকরা নানান পরামর্শ দিয়ে থাকেন। তবে সাধারণ মানুষজনকে এ ব্যাপারে সচেতন হতে হবে বলে জানান ওই চিকিৎসক।