শিল্পাঞ্চল

উৎসবের প্রাক-সূচনা পর্বে চরম ব্যস্ততা মেলা ময়দানে

সংবাদ সফর, দুর্গাপুর: রাত পোহালেই উৎসবের সাজে সেজে উঠবে শিল্পাঞ্চল। আগামীকাল অর্থাৎ ৬ ডিসেম্বর চিত্রালয় মেলা ময়দানে ‘দুর্গাপুর উৎসব’-এর সূচনা হতে চলেছে । এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার , পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা এই উৎসবের প্রাণপুরুষ নরেন্দ্রনাথ চক্রবর্তী, দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল, এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত সহ জেলা প্রশাসনের কর্তা ব্যক্তি ও বিশিষ্টজনেরা। উৎসবের প্রাক পর্বে চরম ব্যস্ততার ছবি লক্ষ্য করা গিয়েছে মেলা ময়দানে। এই উৎসবকে সর্বাঙ্গীণ সুন্দর করে তুলতে উদ্যোক্তা সহ সর্বস্তরে জোর তৎপরতা শুরু হয়েছে। একইসঙ্গে উৎসবকে সফল করতে দুর্গাপুর এডিটরস্ গিল্ডের সদস্যদের তরফেও সব রকমের প্রয়াস চালানো হচ্ছে। তারই লক্ষ্যে বৃহস্পতিবার উৎসব প্রাঙ্গনে গিল্ডের অস্থায়ী শিবিরে জরুরি বৈঠকে মিলিত হন সাংবাদিক, সম্পাদকরা। উল্লেখ্য, গত বছর অর্থাৎ ২০২৩ সালে দুর্গাপুর উৎসব আয়োজনের মূল উদ্যোক্তা ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদাররা। এ বছরও এই উৎসবের আয়োজন করা হয়েছে। টানা ১০ দিন নাচ গান সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সহ শিল্পাঞ্চলের কৃষ্টি, সংস্কৃতির প্রচার ও প্রসারে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে উৎসব কমিটির তরফে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button