বেআইনি জমি কারবার বন্ধের দাবিতে কংগ্রেস
সংবাদ সফর, আসানসোল: বেআইনি ভাবে জমি কারবার সহ ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের দুর্নীতি বন্ধের দাবিতে সোচ্চার হল কংগ্রেস। বুধবার রাজ্যজুড়ে সংশ্লিষ্ট বি এল আর ও দফতরে বিক্ষোভ কর্মসূচি পালন করেন দলের কর্মী সমর্থকেরা। এদিন, কুলটি ব্লক কংগ্রেসের নেতৃত্বে এই কর্মসূচি পালন করা হয়। সংশ্লিষ্ট বি এল আর ও দফতরে বিক্ষোভ কর্মসূচি প্রসঙ্গে সভাপতি সুকান্ত দাস বলেন, বেআইনিভাবে জমির চরিত্র বদল ও রেকর্ড পরিবর্তন করা হচ্ছে। সরকারি খাসজমি সহ আদিবাসীদের জমি আগ্রাসনে নেমেছে একশ্রেণীর ভূমি মাফিয়া। চরম দালালরাজ সহ ভূমি ও ভূমি রাজস্ব দফতরের দুর্নীতিতে জমির এ ধরনের বেআইনি কারবারের রমরমা শুরু হয়েছে। এসবেরই প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচি বলে জানান কুলটি ব্লক কংগ্রেস সভাপতি। বুধবার কংগ্রেসের তরফে বিভিন্ন দাবিদাওয়া সম্বলিত একটি স্মারকলিপিও প্রদান করা হয় বি এল আর ও অফিসে। বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন দফতরের রেভিনিউ অফিসার সোমনাথ ভৌমিক।