জেলা
তৃণমূলের ব্যানার ছেঁড়ার ঘটনায় চাঞ্চল্য শহরে

সংবাদ সফর, আসানসোল: তৃণমূল ওয়ার্ড কার্যালয়ে ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয় শহরে। এ ঘটনা ঘটেছে আসানসোল পুর নিগমের ৫২ নম্বর ওয়ার্ডের ওল্ড কোর্ট মোড় এলাকায়। তবে শুধু দলের ব্যানার ছেঁড়া নয়, কার্যালয়ের গেট ভাঙ্গার চেষ্টা হয়েছিল বলে দাবি করেছেন কাউন্সিলর মৌসুমী বসু। তার কথায়, সোমবার রাতের দিকে তার কার্যালয়ের দেওয়ালে লাগানো ব্যানার ছেঁড়া হয়েছে। এমনকি অফিসের দরজা খোলার চেষ্টা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।। এ ব্যাপারে হিরাপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান কাউন্সিলর। ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি তদন্তে নেমেছে পুলিশ।