আসানসোল সংস্কৃতি উৎসবের পোস্টার প্রকাশ শহরে

সংবাদ সফর, আসানসোল: সংস্কৃতি উৎসবের পোস্টার প্রকাশ করা হল আনুষ্ঠানিকভাবে। বুধবার আসানসোলে জি টি রোডের গোধূলি সংলগ্ন বাসভবনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র উৎসবের সভাপতি জিতেন্দ্র তেওয়ারি সহ শহরের বুদ্ধিজীবীরা। এদিন, মকর সংক্রান্তি উপলক্ষে মিষ্টিমুখ করার পাশাপাশি সাংবাদিক সম্মেলনে কালচারাল এন্ড লিটারারি ফোরাম অফ বেঙ্গল-এর আসানসোল শাখার উদ্যোগে আয়োজিত সংস্কৃতি উৎসব সম্পর্কিত বিভিন্ন তথ্য পরিবেশন করা হয়।
এ ব্যাপারে জিতেন্দ্র তেওয়ারি জানান, পূর্ব ঘোষিত ৪ ফেব্রুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত এই উৎসব চলবে। একইসঙ্গে উৎসবের মুখ্য আকর্ষণ আসানসোল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবও চলবে রবীন্দ্র ভবনে। এই চলচ্চিত্র উৎসবে খনি শিল্পাঞ্চলের চিত্র নির্মাতা সহ দেশ-বিদেশের বিভিন্ন তথ্যচিত্র, স্বল্প ও পূর্ণদৈর্ঘ্যের ছবি প্রদর্শিত হবে । সেক্ষেত্রে একইসঙ্গে নামিদামি চিত্র নির্মাতাদের সঙ্গে স্থানীয়রাও তাদের ছবি প্রদর্শনের সুযোগ পাবেন বলে দাবি করেন উৎসব সভাপতি জিতেন্দ্র তেওয়ারি।
উল্লেখ্য, এই চলচ্চিত্র উৎসবের ডিরেক্টর হিসেবে রাখা হয়েছে জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক তথা প্রাক্তন সেন্সর বোর্ড সদস্য শিলা দত্তকে। বুধবার গোধূলি সংলগ্ন নিজের বাসভবনে উৎসব সভাপতি জিতেন্দ্র তেওয়ারি বলেন, খনি শিল্পাঞ্চলের সংগীত, নৃত্য, আবৃত্তি, চিত্র সহ কাব্য সাহিত্য জগতের সৃজনশীল প্রতিভাকে তুলে ধরার লক্ষ্যে এই উদ্যোগ। সেক্ষেত্রে এই উৎসবকে সফল করতে সব ভেদাভেদ ভুলে সমাজের সর্বস্তরের মানুষজনকে আহ্বান জানান তিনি।
এদিন সাংবাদিক সম্মেলনে উৎসব কমিটির কর্মকর্তারা জানান, সকাল ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত রবীন্দ্রভবনে স্বল্পদৈর্ঘ্যের ছবি পরিবেশিত হবে। দুপুর ২টো থেকে রাত্রি ৯টা পর্যন্ত বিভিন্ন তথ্যচিত্র ও নির্বাচিত পূর্ণদৈর্ঘ্যের ছবি অর্থাৎ ফিচার ফিল্ম প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে বলে জানান তারা।