জেলা

স্কুলের বেহাল দশা, অভিযোগে বিক্ষোভে অভিভাবকরা

সংবাদ সফর, আসানসোল: স্কুলের বেহাল দশা। ছাদের চাঙড় খসে পড়ছে প্রতিনিয়ত। সেক্ষেত্রে চরম দুর্ঘটনার মুখে পড়তে পারে পড়ুয়ারা। এই অভিযোগে স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। এই প্রতিবাদ আন্দোলনের ফলে স্কুলের পঠনপাঠন বন্ধ হয়ে গিয়েছে। খবর পেয়ে হিরাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। উল্লেখ্য, আসানসোলের বার্ণপুরের বড়থল ফ্রী প্রাইমারি স্কুলে মোট ৭২ জন পড়ুয়া রয়েছে। কিন্তু সংস্কারের অভাবে স্কুলের পরিকাঠামো ভেঙে পড়েছে। অভিভাবকদের দাবি, দীর্ঘদিন ধরেই স্কুলের এই অবস্থা। বিষয়টি বারবার জানানো সত্বেও স্কুল মেরামতির কোনও উদ্যোগ নেওয়া হয়নি। সেক্ষেত্রে যে কোনও সময় বড়সড় দুর্ঘটনার মুখে পড়তে পারে পড়ুয়ারা। এমনই আশঙ্কা করছেন অভিভাবকরা। সেক্ষেত্রে সংশ্লিষ্ট স্কুল প্রশাসনের উদাসীনতার পাশাপাশি পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করতে পথে নামেন তারা। শুক্রবার সকাল থেকেই স্কুলের গেটে তালা লাগিয়ে দেওয়া হয় অভিভাবকদের তরফে। এদিকে, স্কুলের পঠনপাঠনার বন্ধ থাকলেও পড়ুয়াদের জন্য মিড ডে মিলের আয়োজনে অভিভাবকদের সম্মতি মিলেছে বলে জানান স্কুলের সহশিক্ষক রামমোহন মুখোপাধ্যায়। একইসঙ্গে তিনি বলেন, বিষয়টি উর্ধতন কতৃপক্ষের নজরে আনা হয়েছে। খুব শীঘ্রই স্কুল সংস্কারের কাজ শুরু হবে বলে আশ্বাস দেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button