মেনগেটে উচ্ছেদ অভিযানে উত্তেজনা

সংবাদ সফর, দুর্গাপুর: ফের উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা ছড়াল শিল্পাঞ্চলে। শুক্রবার দুর্গাপুর স্টিল প্লান্টের আধিকারিকরা মেন গেট সংলগ্ন উড়ালপুলের নিচে ও পার্শ্ববর্তী এলাকায় ভাঙচুর শুরু করে। তাতেই উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে উপস্থিত ছিল দুর্গাপুর থানার পুলিশ ও সিআইএসএফ বাহিনী। ডিএসপি কর্তৃপক্ষের তরফে এই উচ্ছেদ অভিযানের পরিপ্রেক্ষিতে স্থানীয় তৃণমূল নেতৃত্ব সংস্থার আধিকারিকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। পরে অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বলাই বাহুল্য, দীর্ঘদিন ধরে কারখানা সম্প্রসারণের জন্য উচ্ছেদ অভিযান শুরু করেছে ডিএসপি কর্তৃপক্ষ। এই এলাকাতেও উচ্ছেদ অভিযান সংক্রান্ত নোটিশ জারি করা হয়। তারই পরিপ্রেক্ষিতে শুক্রবার অভিযানে নামে সংশ্লিষ্ট প্রশাসন। উড়ালপুলের নিচে ফ্রি পার্কিং জোন তৈরি করা হবে বলে ডিএসপি সূত্রে জানা গিয়েছে।