শিশু চলচ্চিত্র উৎসবে ডাক মেলেনি মেয়রের!

সংবাদ সফর, আসানসোল: বাদ পড়লেন মেয়র। সরকারি আমন্ত্রণ পত্রে অতিথি, অভ্যাগতদের তালিকাতে নাম নেই তার। এমনকি শিশু চলচ্চিত্র উৎসবে ডাক মেলেনি পুরকর্তাদের। আর এসব নিয়েই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের প্রসঙ্গ তুলে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন বিরোধীরা। তবে আমন্ত্রণ পত্রের স্বল্প পরিসরে সকলের নাম দেওয়া সম্ভব হয়নি। কিন্তু সকলকেই আমন্ত্রণ জানানো হবে বলে জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের তরফে নরেন্দ্রনাথ দত্ত জানান। উল্লেখ্য, ২১ মার্চ থেকে আসানসোলের রবীন্দ্রভবনে শুরু হচ্ছে শিশু চলচ্চিত্র উৎসব। তথ্য ও সংস্কৃতি বিভাগের শিশু কিশোর একাডেমীর উদ্যোগে জেলা প্রশাসন ও আসানসোল ফিল্ম একাডেমীর সহযোগিতায় দুদিনের এই চলচ্চিত্র উৎসবে সত্যজিৎ রায়, স্টিফেন স্পিলবার্গ, ক্রিস কলম্বাস সহ নামিদামি চলচ্চিত্র পরিচালকদের ছবি প্রদর্শন করা হবে। ২১ মার্চ শুক্রবার এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন জেলার দুই মন্ত্রী মলয় ঘটক ও প্রদীপ মজুমদার সহ জেলা প্রশাসনের আধিকারিকরা। তথ্য ও সংস্কৃতি দপ্তরের সেই আমন্ত্রণ পত্রে অতিথি অভ্যাগতদের তালিকায় নাম নেই মেয়র বিধান উপাধ্যায়ের। বাদ পড়েছেন চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়ও। আর এসব নিয়েই কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন বিরোধীরা। এ ব্যাপারে প্রদেশ কংগ্রেস সম্পাদক প্রসেনজিৎ পুইতুন্ডি বলেন, এতদিন সরকারি অনুষ্ঠানে ডাক পাননি বিরোধী দলের কেউই। এবার সেই তালিকায় নাম জুড়ল তৃণমূলের কর্তাব্যক্তিদেরও। এসবই শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল বলে কটাক্ষ করেন তিনি। যদিও বিরোধীদের সমালোচনায় গুরুত্ব দিতে নারাজ মেয়র বিধান উপাধ্যায়। সেক্ষেত্রে বিরোধীদের নিজেদের ঘর সামলানোর পরামর্শ দেন তিনি। এসবের পাশাপাশি ডাক না পেলেও চলচ্চিত্র উৎসবের অনুষ্ঠানে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন আসানসোল পুর নিগমের মেয়র বিধান উপাধ্যায় সহ চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়।