জেলা

পুকুর ভরাট করে নির্মাণ, অভিযোগে চাঞ্চল্য

সংবাদ সফর, এপ্রিল, আসানসোল: পুকুর ভরাট করে অবৈধ নির্মাণ। এই অভিযোগের বৃহস্পতিবার চাঞ্চল্য ছড়াল কুলটিতে। আসানসোল পৌরসভার কুলটি বিধানসভার ৬৪ নং ওয়ার্ডের কুলটি কলেজ মোড় সংলগ্ন জিটি রোড পার্শ্ববর্তী এলাকায় পুকুর ভরাট করে অবৈধ নির্মাণ হয় বলে অভিযোগে সরব হন বোরো চেয়ারম্যান চৈতন্য মাজি।তিনি অভিযোগ করেন, পুনুড়ি মৌজার ৭৪০ দাগ নম্বরে প্রায় ৯২ শতক জায়গা বিজয় মাজি সহ অন্য অংশীদাররা দখল করে রেখেছেন। বিভিন্ন প্রশাসনিক দপ্তরে এ ব্যাপারে অভিযোগ জানানো হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে কুলটি ভূমি সমষ্টি উন্নয়ন দপ্তরের ও আসানসোল পৌরসভার একটি দল এলাকা পরিদর্শনে আসেন। তবে দরজা বন্ধ থাকায় কার্যত খালি হাতে ফিরতে হয় তাদের। এ ব্যাপারে আসানসোল পৌরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সুধাময় হাজরা বলেন, অভিযোগের ভিত্তিতে পরিদর্শনে আসা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখাবে হবে বলে আশ্বাস দেন তিনি। বোরো চেয়ারম্যান চৈতন্য মাজি বলেন, অভিযোগ আসার পর সমস্ত দিক খতিয়ে দেখতে পরিদর্শনে যান তারা। কিন্তু অভিযুক্তরা বাড়িতে না থাকায় বাড়ির বাইরে থেকেই কিছুটা পরিদর্শন করা হয়েছে।অভিযোগ রয়েছে পুকুর ভরাট করে অবৈধ নির্মাণ করা হয়েছে। তবে বিষয়টি ফোনের মাধ্যমে মেয়র বিধান উপাধ্যায়কে জানানো হয়। নির্দিষ্ট একটি দিন ঠিক করে পুনরায় এলাকায় পরিদর্শন করার মেয়রের আশ্বাস মিলেছে বলে জানান সংশ্লিষ্ট বোরোর চেয়ারম্যান চৈতন্য মাজি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button