শিল্পাঞ্চল

হুঁশ ফেরেনি প্রশাসনের, দেদার বালি চুরি শিল্পাঞ্চলে!

সংবাদ সফর, দুর্গাপুর, ১৬ এপ্রিল: মুখে কুলুপ হেটেছে প্রশাসন। কারণটা কি? ভয় না অন্য কিছু? দিনের পর দিন মানুষজনের জীবন বিপন্ন সত্বেও প্রশাসনের উদাসীনতার পেছনে অন্য কোন রহস্য লুকিয়ে নেই তো? এ রকম হাজারও প্রশ্ন উঠছে খনি শিল্পাঞ্চলে। অন্ডাল মৌজার শ্রীরামপুর ঘাট থেকে বেআইনি ও বেপরোয়াভাবে বালি তোলার কাজ চলছে। এমনকি এ ধরনের বেআইনি কাজ কারবারের সুবিধার্থে দামোদর নদের উপর ছাই ফেলে রাস্তাও তৈরি হয়ে গিয়েছে। এসবের সচিত্র প্রতিবেদন সংবাদ ও সমাজ মাধ্যমে প্রকাশিত হয়েছে। কিন্তু তা সত্ত্বেও সংশ্লিষ্ট প্রশাসনের নড়াচড়ার কোনও ইঙ্গিত মেলেনি। এমনই অভিযোগে ফের সরব হল ভূমি রক্ষা কমিটি। বুধবার এ ব্যাপারে তদন্ত সহ বিভিন্ন দাবিতে ফের দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তরে স্মারক লিপি প্রদান করেন কমিটির সদস্যরা। তাদের কথায়, ভূমি রক্ষা কমিটির অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১২ মার্চ মহকুমা প্রশাসনের তরফে শ্রীরামপুরের বালিঘাট সংক্রান্ত অভিযোগের তদন্ত সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়। কিন্তু তাতেও কাজ হয়নি। ফলে ইমেল মারফত গত ৯ এপ্রিল ফের অভিযোগের স্বপক্ষে বিভিন্ন ছবি, ভিডিও পাঠানো হয় সংশ্লিষ্ট দপ্তরে। কিন্তু আশ্চর্যজনকভাবে এখনও প্রশাসনের তরফে কোন ব্যবস্থা নেওয়া হয়নি বলে কার্যত ক্ষোভপ্রকাশ করেন কমিটির সদস্যরা। এদিন, এ প্রসঙ্গে কমিটির তরফে ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায় বলেন, দিনে দিনে এ ধরনের বেআইনি বালি কারবারের ফলে সাধারণ মানুষজনের জীবন বিপন্ন হয়ে উঠছে। বেপরোয়া ভাবে বালি উত্তোলনের ফলে দামোদরের বুকে মরণখাদ তৈরি হচ্ছে প্রতিনিয়ত। একইসঙ্গে এ ধরনের বেআইনি কাজ কারবারে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ক্ষতি হচ্ছে। কিন্তু তাতেও হুঁশ ফিরছে না প্রশাসনের। সাধারণ মানুষজনের জীবন বিপন্ন সহ সরকারের রাজস্ব ক্ষতি সত্বেও দেদার বালি চুরি চলছে শিল্পাঞ্চলে বলে অভিযোগ ভূমি রক্ষা কমিটির। তারই পরিপ্রেক্ষিতে বুধবার এ ধরনের বেআইনি কাজ কারবার বন্ধ সহ বিভিন্ন দাবিতে সরব হয় ভূমি রক্ষা কমিটি। এই অভিযোগপত্রে জনবহুল এলাকা দিয়ে বালি বোঝাই গাড়ি পারাপার বন্ধ সহ দামোদরের বালি খননে যেন জেসিপি বা অন্য কোন যন্ত্র ব্যবহার না করার দাবি জানানো হয়েছে। একইসঙ্গে বিভিন্ন সরকারি ঘাটে বালি উত্তোলনের কারণে বিপত্তি এড়াতে সতর্কতামূলক বোর্ড লাগানো পাশাপাশি পুলিশ সহ সংশ্লিষ্ট প্রশাসনের সতর্ক নজরদারির আবেদন জানানো হয়েছে ভূমি রক্ষা কমিটির তরফে। এসবের পাশাপাশি দামোদরে বেআইনি বালি কারবারে জড়িতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার দাবিতেও ফের সোচ্চার হয়েছেন কমিটির সদস্যরা। সেক্ষেত্রে আগামীদিনে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ সংশ্লিষ্ট কেন্দ্রীয় মন্ত্রকের হস্তক্ষেপের দাবিতে বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি চলছে বলে হুঁশিয়ারি দেন ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায়, সুমন গোপরা। তাদের কথায়, পরিবেশের পাশাপাশি সাধারণ মানুষজনের জীবনজীবিকা রক্ষায় লড়াই চালিয়ে যাবেন বলে জানান তারা। তবে এ ব্যাপারে দুর্গাপুর মহকুমা ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক অমিত চট্টোপাধ্যায় বলেন, এ সংক্রান্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট ব্লক আধিকারিককে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার এ সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি। একইসঙ্গে সংশ্লিষ্ট প্রশাসনের কর্তাব্যক্তিদের এ বিষয়ে কথাবার্তা বলবেন বলে আশ্বাস দেন দুর্গাপুরের মহকুমা শাসক ড: সৌরভ চট্টোপাধ্যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button