জেলা
নেত্রীকে কুরুচিকর মন্তব্যের অভিযোগে অবরোধ বিজেপির
সংবাদ সফর, আসানসোল: তৃণমূল নেতার বিরুদ্ধে বিজেপি নেত্রীকে কুরুচিকর মন্তব্যের অভিযোগ উঠল শহরে। এরই প্রতিবাদে বিক্ষোভ অবরোধে নামে বিজেপি। দলের নেত্রী তথা বিধায়ক অগ্নিমিত্রা পালকে কুরুচিকর মন্তব্যে আক্রমণ করেছেন তৃণমূল নেতা ভি শিবদাশন দাশু। এই অভিযোগে আসানসোল কর্পোরেশন মোড়ের সামনে টায়ার জ্বালিয়ে অবরোধ সহ বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপির কর্মী সমর্থকেরা। এদিন তৃণমূল নেতার মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন বিজেপি নেতৃত্ব। এ ব্যাপারে ওই তৃণমূল নেতার বক্তব্য, ভাষার অর্থ বুঝতে ভুল হয়েছে। তার মন্তব্যের ভুল অর্থ করা হচ্ছে বলে দাবি করেন তিনি। তবে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণে খারাপ শব্দবন্ধ ব্যবহার করা হলে, পালটায় তার দ্বিগুণ ফেরত দেওয়া হবে বলেও সাফ জানিয়ে দেন ভি শিবদাশন দাশু।