শ্মশান ধ্বংসের অভিযোগে বিক্ষোভ ডাবর কোলিয়ারিতে

সংবাদ সফর, আসানসোল: শ্মশান স্থানান্তরিত করা চলবে না। তা সরাতে হলে নিয়মমাফিক পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে গ্রামবাসীদের। বৃহস্পতিবার এই দাবিতেই বিক্ষোভ আন্দোলনে নামেন সামডি গ্রামের বাসিন্দারা। ফলে ডাবর কোলিয়ারীর কাজ বন্ধ হয়ে যায়। গ্রামবাসীদের অভিযোগ, গ্রামের শ্মশানটিকে ইসিএল কর্তৃপক্ষ নষ্ট করে দিতে চাইছে। সেখান থেকে কয়লা উত্তোলন করতে চাইছে সংশ্লিষ্ট খনি প্রশাসন। পাশাপাশি তারা জানিয়েছেন, যদি শ্মশানকে সরাতে হয়, তবে গ্রামবাসীদের নিয়মমাফিক পুনর্বাসন দিতে হবে। গ্রামবাসীদের বক্তব্য, এ ব্যাপারে সংশ্লিষ্ট খনি কর্তৃপক্ষ সহ জেলা প্রশাসনের কাছে বারবার এই বিষয়টি তুলে ধরা হয়েছে। কিন্তু তাতে কোন পক্ষের সাড়া মেলেনি। শ্মশান সংলগ্ন এলাকা থেকে কয়লা উত্তোলনের তোড়জোড় শুরু হয়েছে। সেক্ষেত্রে এসবের প্রতিবাদে তারা পথে নেমেছেন বলে সামডি গ্রামের সমাজকর্মী স্বপন মন্ডলরা জানান। এ ব্যাপারে ইসিএল কর্তৃপক্ষের তরফে কোন প্রতিক্রিয়া মেলেনি। সেক্ষেত্রে আগামীদিনে পরিস্থিতি কোন দিকে যায়- তা সময়ই বলে দেবে।