জেলা
মারা গেল বন বিভাগে খাঁচাবন্দী বদ্রি পাখিগুলি
সংবাদ সফর, আসানসোল: মৃত্যু হল খাঁচা বন্দি বেশ কিছু বদ্রি পাখির। রানীগঞ্জ থেকে পাখিগুলিকে উদ্ধার করেন বন বিভাগের কর্মীরা। বনদপ্তরের খাঁচার মধ্যেই তাদের রাখা হয়েছিল। সেগুলি কোন কারনে মারা যায়। এ ব্যাপারে আসানসোলের বন বিভাগের আধিকারিক তমালিকা চাঁদ জানান, বদ্রি সহ বেশ কয়েকটি টিয়া পাখি উদ্ধার করা হয়েছিল। কয়েকটি পাখি শতাব্দি ও গুঞ্জন পার্কে ছাড়া হয়। বাকি বন দফতরের খাঁচাতেই রাখা হয়। মৃত পাখিগুলির ময়নাতদন্ত করা হবে। বন দফতরের একটি বাঁদরেরও চিকিৎসা চলছে। তার অবস্থাও ভালো নয় বলে জানান তিনি।