চোখে কাপড় বেঁধে ক্রিকেট খেললেন সাংসদ

সংবাদ সফর, ২২ মার্চ, দুর্গাপুর: চোখে কাপড় বেঁধে মাঠে নামলেন সাংসদ। শনিবার দুর্গাপুর নগর নিগমের ৫ নং ওয়ার্ডে টি-টোয়েন্টি ব্লাইন্ড ক্রিকেট প্রতিযোগিতায় উপস্থিত হন এলাকার সাংসদ তথা প্রাক্তন জাতীয় ক্রিকেটার কীর্তি আজাদ। কাশীরাম মাঠে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় দৃষ্টিহীন ক্রিকেটারদের উৎসাহ প্রদানে চোখে কাপড় বেঁধে ব্যাট হাতে মাঠে নেমে পড়েন সাংসদ। শনিবার একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে অভিনব এই ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন সাংসদ তথা ১৯৮৩ বিশ্বকাপ জয়ী ক্রিকেটার কীর্তি আজাদ। চোখে কাপড় বেঁধে দৃষ্টিহীনদের সঙ্গে ক্রিকেট খেলে প্রতিযোগিতার উদ্বোধন করেন তিনি। সাংসদ ছাড়াও এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়, প্রাক্তন কাউন্সিলর দেবব্রত সাঁই সহ অন্যান্যরা। শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও খেলার ময়দানে দৃষ্টিহীন খেলোয়াড়দের উৎসাহ ও আগ্রহের প্রশংসা করেন সাংসদ। একইসঙ্গে এ ধরনের অভিনব প্রতিযোগিতা আয়োজনে উদ্যোক্তাদেরও প্রশংসা করেন তিনি।