জেলা
অবশেষে চার্জ গঠন হল কয়লা পাচার মামলার
- সংবাদ সফর, আসানসোল: অবশেষে কয়লা পাচার মামলায় চার্জ গঠন হল। বিভিন্ন কারণে বেশ কয়েকবার চার্জ গঠন প্রক্রিয়া পিছিয়ে যায়। শেষমেশ মঙ্গলবার আসানসোল সিবিআই আদালতে কয়লা পাচার মামলার চার্জগঠন সম্পন্ন হল। এই মামলায় অভিযুক্তের তালিকায় ৫০ জনের নাম রয়েছে। তবে অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্র এখনও ফেরার। এই মামলা চলাকালীন একজন অভিযুক্তের মৃত্যু হয়েছে। সেক্ষেত্রে সর্বসাকুল্যে মোট ৪৮ জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। আদালতের নির্দেশ মোতাবেক মঙ্গলবার ৪৫ জন সশরীরে হাজির ছিলেন শুনানিতে। জেল হেফাজতে থাকায় বিকাশ মিশ্র ও অসুস্থতার কারণে দুই অভিযুক্ত ভার্চুয়ালি অংশ নেন। আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের ২১ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী। ওইদিন থেকেই এই মামলার ট্রায়াল শুরু হবে বলে বাদী বিবাদী-দু পক্ষের আইনজীবীদের তরফে জানা যায়। উল্লেখ্য, ইসিএল সহ রেলওয়ে সাইডিং থেকে বেআইনিভাবে কয়লা পাচারের অভিযোগে এই মামলার তদন্তে নামে সিবিআই। তদন্ত শেষে মামলার চার্জ গঠন প্রক্রিয়া শুরু হওয়ার কথা। কিন্তু বিভিন্ন কারণে এই চার্জ গঠন প্রক্রিয়া পিছিয়ে যাচ্ছিল। অবশেষে মঙ্গলবার চার্জ গঠন সম্পন্ন হয়েছে। আগামী বছরের ২১ জানুয়ারি থেকে ট্রায়াল শুরু হতে চলেছে।