আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে সরব কৃষক সভা
সংবাদ সফর, আসানসোল: রূপনারায়ণপুরের আমডাঙ্গায় পাকা বাড়ি। জায়গা জমিও রয়েছে। তা সত্ত্বেও মহাবীর কলোনির এক ব্যক্তির আবাস যোজনার তালিকায় নাম নিয়ে শোরগোল শুরু হয়েছে। বৃহস্পতিবার এই অভিযোগেই সরব হল সারা ভারত কৃষক সভা। এই অভিযোগে সালানপুর বিডিও দেবাঞ্জন বিশ্বাসের হাতে স্বারকলিপি দেন কৃষক সভার সালানপুর ব্লক নেতৃত্ব। এদিন, সংগঠনের তরফে ব্লক প্রশাসনিক ভবনের বাইরে বিক্ষোভ সভার আয়োজন করা হয়। এই সভায় গণেশ পন্ডিত,সুনীল মণ্ডল,মেঘনাথ বন্দ্যোপাধ্যায়,প্রিয়ব্রত সরকার প্রমুখ বক্তব্য রাখেন। আবাস যোজনা সহ রাজ্যের ট্যাব দুর্নীতি নিয়ে সরব হন তারা। পরে আবাস যোজনায় দুর্নীতি সহ বিভিন্ন অভিযোগে বিডিও অফিসে স্মারকলিপি প্রদান করা হয় কৃষক সভার তরফে। এ প্রসঙ্গে বিডিও দেবাঞ্জন বিশ্বাস বলেন, কৃষক সভার পক্ষ থেকে আবাস যোজনা, ঘরে ঘরে পাইপ লাইনের মাধ্যমে পানীয় জল সরবরাহ, পাট্টা বিলি, আল্লাডি অঞ্চলের রাস্তা তৈরি সহ বিভিন্ন বিষয় উল্লিখিত রয়েছে ওই স্মারকলিপিতে। একইসঙ্গে তিনি বলেন, আবাস যোজনার তালিকা সংশোধনে যথাসম্ভব উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে নির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন বিডিও।