শিল্পাঞ্চল
গাড়ির উল্টো চালেই বিপত্তি!

সংবাদ সফর, দুর্গাপুর: গাড়ির পরীক্ষা করাতে এসে বিপত্তি! বুধবার দুর্গাপুরে সিটি সেন্টারে ৪০৭ একটি মিনি ট্রাক পরীক্ষা করাতে আসে। চালকের অনুপস্থিতিতে নিজেই স্টার্ট দিতে যান গাড়ির মালিক। ব্যাক গিয়ার মারতে যাওয়ার মুহূর্তেই গাড়িটি পেছনের দিকে গড়িয়ে যেতে থাকে। সেখানেই দাঁড়িয়ে থাকা দুটি অটো এবং চার চাকায় ধাক্কা মারে ওই ট্রাকটি। খবর পেয়ে ঘটনা চলে আসে সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ। তবে আচমকা গাড়ির উলটো চালে বড়সড় দুর্ঘটনার সম্ভাবনা থাকলেও এড়ানো গিয়েছে। হতাহতেরও কোন খবর মেলেনি । ঘটনা পরবর্তীতে গাড়ির মালিককে আটক করে পুলিশ।