নকল লাইসেন্স নিয়ে গানম্যান! অভিযোগে ধৃত পাঁচ
সংবাদসফর, আসানসোল: নকল লাইসেন্স নিয়ে গানম্যান! এই অভিযোগে পাঁচজনকে পাকড়াও করে পুলিশ। জানা গিয়েছে, নকল লাইসেন্স নিয়ে বেসরকারি সংস্থায় বন্দুকধারীর কাজ করছিলেন তারা। বেশ কয়েকজন। দুর্গাপুরের কোকওভেন থানা এই ঘটনায় প্রথম সাফল্য পেলেও সেই ঘটনার সঙ্গে যুক্ত অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করতেই বেরোল চাঞ্চল্যকর তথ্য। এরপরেই কুলটি থানার পুলিশি অভিযানে কুলটির বিভিন্ন জায়গায় মোট পাঁচজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে কুলটি থানার পুলিশ। উদ্ধার হয়েছে পাঁচটি বন্দুক সহ বেশ কয়েকটি কার্তুজ। পুলিশের দাবি, নকল লাইসেন্স নিয়েই ভিকি যাদব, শেখ রেফাই,প্রকাশ নোনিয়া, গোপাল কেশরি, জগনারায়ন সিং-রা বেসরকারি গানম্যানের কাজ করত। বিহার থেকে এই সব বন্দুক আনা হত। রিসিভারের মাধ্যমে নকল লাইসেন্সের মাধ্যমে বন্দুক দেওয়া হত। আপাতত এ ঘটনায় জড়িত চক্রের সন্ধানে নেমেছে পুলিশ বলে জানিয়েছেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি সন্দীপ কাররা। ধৃতরা কুলটি থানার ধেমোমেইন, কুলটি ও ঝাড়খন্ডের বাসিন্দা। দুটি ডাবল ব্যারল বন্দুক, তিনটি সিঙ্গল ব্যারল বন্দুক ও ১৮ রাউন্ড তাজা কার্তুজ। অন্যদিকে কল্যাণেশ্বরীতে একটি মোবাইল দোকানে চুরির ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। একহসঙ্গে উদ্ধার হয় চুরি যাওয়া জিনিসপত্র। চুরি যাওয়া মোবাইল ফোন সহ মোবাইল ল্যাপটপ ক্যামেরাসহ অন্যান্য জিনিস উদ্ধার করেছে পুলিশ। এদিন, সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ডিসি ওয়েস্ট সন্দীপ কারারা, এসিপি কুলটি এসকে জাভেদ হুসেন, কুলটি থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৃষ্ণেন্দু দত্ত, চৌরাঙ্গী ফাঁড়ির আধিকারিক কার্তিক চন্দ্র ভুঁই সহ অন্যান্য পুলিশ অধিকারিকেরা।