জেলা

সরকারি জমি দখলের অভিযোগে সরব প্রাক্তন ডেপুটি মেয়র

সংবাদ সফর, আসানসোল: ফের সরকারি জমি দখলের অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়াল খনি শিল্পাঞ্চলে। আসানসোলের কুলপি বিধানসভার কুলতোড়া এলাকার জমি মাফিয়াদের বিরুদ্ধে সরকারি জমি আগ্রাসনের অভিযোগে সরব হলেন পুর নিগমের প্রাক্তন ডেপুটি মেয়র তবসুম আরা। একইসঙ্গে এ ব্যাপারে সরাসরি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ প্রার্থনার পাশাপাশি তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আবেদন জানান তিনি।

তার কথায়, ২০১৯ সালে গ্রীন প্রোজেক্টের জন্য কুলটি বিধানসভার কুলতোড়া এলাকায় প্রায় ১২০ একর জমি নির্দিষ্ট করা হয়। এলাকার বাসিন্দাদের দাবি মোতাবেক সেখানে দমকল কেন্দ্র কার্যালয় তৈরির তোড়জোড় শুরু হয়। কিন্তু কাজ শুরু হওয়ার কথা থাকলেও করোনার কারণে তা হয়ে ওঠেনি। বর্তমানে সেই জমির অধিকাংশই ভূমি মাফিয়ারা দখল করে নিয়েছে। দখলিকৃত জায়গায় ঘরবাড়ি আবাসন তৈরির কাজ চলছে বেআইনিভাবে। অবশিষ্ট জমিও দখলের মরিয়া চেষ্টা চালাচ্ছেন তারা বলে অভিযোগ করেন আসানসোল পুর নিগমের প্রাক্তন ডেপুটি মেয়র তবসুম আরা। সেক্ষেত্রে জমি মাফিয়াদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা সহ দমকল কার্যালয় নির্মাণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ প্রার্থনা করেছেন তিনি।

এদিকে, এসব নিয়ে সরব হয়েছেন বিরোধীরাও। বিজেপি রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় জানান, রাজ্য জুড়েই ভূমি ও ভূমি রাজস্ব দফতরে চরম দুর্নীতি চলছে। সেক্ষেত্রে সিবিআই তদন্তের দাবি তোলেন তিনি। এ ব্যাপারে কুলটি ব্লক কংগ্রেস সভাপতি সুকান্ত দাস জানান, বুধবার বি এল আর ও অফিসে বেআইনিভাবে জমি দখল, পুকুর ভরাট সহ বিভিন্ন বেআইনি কাজ কারবারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করা হয়। কুলতোড়ার এই ঘটনাটির বিষয়েও স্মারকলিপিতে উল্লেখ করা হয় বলে জানান তিনি। একইসঙ্গে এ ধরনের দুর্নীতিতে শাসকদলের যোগসাজসের অভিযোগে সরব হন ব্লক কংগ্রেস সভাপতি। তবে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেন সংশ্লিষ্ট ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিক সোমনাথ ভৌমিক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button