শিল্পাঞ্চল
ছেলেকে খাবার দিতে গিয়ে বাসের ধাক্কায় মৃত্যু মায়ের

সংবাদ সফর, দুর্গাপুর: খাবার দেওয়া হল না ছেলেকে। রাস্তা পারাপার করতে গিয়ে বাসের ধাক্কায় মৃত্যু হল মায়ের। বুধবার সন্ধ্যায় এ ঘটনায় উত্তেজনা ছড়ায় ভিড়িঙ্গি চাষিপাড়া সংলগ্ন ১৯ নং জাতীয় সড়কে। জানা গিয়েছে, ভিড়িঙ্গি গ্রামের বাসিন্দা অমরাবালা গোপ (৭০) ছেলের জন্য টিফিন ক্যারিয়ারে খিচুড়ি নিয়ে যাচ্ছিলেন। জাতীয় সড়ক পেরিয়ে ছেলের কাছে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েন তিনি। প্রচন্ড গতিসম্পন্ন একটি বাস ধাক্কা মারে ওই বৃদ্ধাকে। তড়িঘড়ি বাসটি আটকে দিয়ে তাকে চাকার তলা থেকে বের করা হয়। ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ। ওই বৃদ্ধার দেহ দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় ভিড়িঙ্গি চাষিপাড়া লাগোয়া ১৯ নং জাতীয় সড়কে। ঘাতক গাড়িটির চালক ও খালাসি পলাতক।