তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তেজনা চরমে

সংবাদ সফর, আসানসোল: বাসন রাখাকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তেজনা ছড়ায় শহরে। তৃণমূলের ওয়ার্ড প্রেসিডেন্টকে মারধর করার অভিযোগ উঠল প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। মারধরের ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। তবে ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। অভিযোগ সূত্রে খবর, রবিবার আসানসোল পুর নিগমের ৬৫ নং ওয়ার্ডের তৃণমূলের ওয়ার্ড প্রেসিডেন্ট মহম্মদ জামির কুরেশির বাড়ির সামনে রান্না করার কিছু বাসন রাখা ছিল। তা প্রাক্তন কাউন্সিলর আখতার হুসেনের নির্দেশে রাখা হয়েছিল। এ ঘটনার প্রতিবাদ করায় তৃণমূল ওয়ার্ড সভাপতি মহম্মদ জমীর কুরেশিকে আক্রমণ করেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর আখতার হোসেন। তাকে মারধর করে বলে অভিযোগ। এ ঘটনায় চরম উত্তেজনা ছড়ায় এলাকায়। মারধরের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এ ব্যাপারে আক্রান্ত জামির কুরেশি সহ এলাকার কাউন্সিলর নাদিম আখতার প্রাক্তন কাউন্সিলর আক্তার হোসেনের বিরুদ্ধে এলাকায় সন্ত্রাস সৃষ্টির অভিযোগ তোলেন। তবে অভিযুক্ত আক্তার হোসেনের তরফে কোন প্রতিক্রিয়া মেলেনি। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কুলটি থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।