জনকল্যাণমূলক কাজের উদ্বোধনে বিধায়ক

সংবাদ সফর, দুর্গাপুর, ৭, জুলাই: বিভিন্ন জনকল্যাণমূলক কাজের উদ্বোধন করেন বিধায়ক। সোমবার দুর্গাপুর-ফরিদপুর ব্লকের গৌরবাজার পঞ্চায়েতের মাধাইগঞ্জে স্থানীয় ফুটবল মাঠের পাঁচিলের উদ্বোধন করেন এলাকার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। একইসঙ্গে প্রতাপপুর পঞ্চায়েতের ভুরকুন্ডা এন,সি ইন্সটিটিউশন স্কুলে নতুন শ্রেণীকক্ষ, কন্যাশ্রী মঞ্চ ও জেমূয়া ভাদুবালা হাইস্কুলের সীমানা প্রাচীরের উদ্বোধন করেন তিনি। বলাই বাহুল্য, গৌরবাজারের মাধাইগঞ্জ এলাকায় দীর্ঘদিনের পুরনো একটি ফুটবল মাঠ রয়েছে । সেই মাঠেই স্থানীয় ছেলেমেয়েরা খেলাধুলা করেন। সেক্ষেত্রে মাটির সীমানা সুরক্ষিত করতে একটি পাঁচিলের দাবি ছিল স্থানীয় মানুষজনের। তারই পরিপ্রেক্ষিতে বিধায়কের তহবিল থেকে পাঁচ লক্ষ টাকা খরচ করে মাঠের চারপাশে সীমানা পাঁচিল তৈরি হয় সম্প্রতি । সোমবার উদ্বোধনী অনুষ্ঠানে আগামীদিনে মাঠটিকে স্টেডিয়ামে রূপান্তরিত করার পরিকল্পনার কথাও জানান বিধায়ক । বলাই বাহুল্য, প্রতাপপুর পঞ্চায়েতের ভুরকুন্ডা এন,সি ইনস্টিটিউশন স্কুলে বিধায়ক তহবিলের আর্থিক অনুদানে সম্প্রতি তৈরি হয়েছে কয়েকটি নতুন শ্রেণিকক্ষ । কন্যাশ্রী মঞ্চ নির্মাণ সহ স্কুল চত্বরে বসানো হয়েছে পেভার ব্লকও । এসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। স্কুল সূত্রে খবর, কন্যাশ্রী মঞ্চটি তৈরি করতে খরচ হয়েছে ১ লক্ষ ৫৫ হাজার টাকা। নতুন শ্রেণিকক্ষ তৈরি হয়েছে ১১ লক্ষ টাকায় । অন্যদিকে স্কুল চত্বরে পেগার ব্লক লাগাতে খরচ হয়েছে ৫ লক্ষ টাকা । অন্যদিকে, জেমুয়া ভাদুবালা স্কুলে ৫ লক্ষ টাকা ব্যয়ে সীমানা প্রাচীরের উচ্চতা বৃদ্ধি সহ সার্বিক সংস্কার সাধন করা হয়েছে বিধায়ক তহবিলের আর্থিক অনুদানে।