বিভিন্ন প্রকল্পের উদ্বোধন হল রানীগঞ্জে

সংবাদ সফর, ৪ এপ্রিল, আসানসোল: কমিউনিটি হলের উদ্বোধন করা হল রানীগঞ্জে। আসানসোল দুর্গাপুরে উন্নয়ন পর্ষদের তরফে রানীগঞ্জের বিধায়ক তহবিলের অর্থে শুক্রবার বিকেলে রাণীগঞ্জের ধোবা পাড়া এলাকায় একটি দ্বিতল কমিউনিটি হলের উদ্বোধন সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানিগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, আসানসোল পুর নিগমের বোরো চেয়ারম্যান মোজাম্মল শাহাজাদা সহ বিশিষ্টজনেরা। এই কমিউনিটি হল নির্মাণে বিধায়ক তহবিল থেকে প্রায় ২৫ লক্ষ টাকা ব্যয় হয়েছে বলে খবর মিলেছে। একইসঙ্গে এদিন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের তরফে রানীগঞ্জ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে প্রসব কক্ষে শৌচাগারের উদ্বোধন করা হয়।শুক্রবার আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের তরফে রাণীগঞ্জের রামবাগান মোড় থেকে বাঁশরা মোড় পর্যন্ত দীর্ঘ রাস্তার সংস্কার শেষে উদ্বোধন হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত , রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়, আসানসোল নগর নিগমের বোরো চেয়ারম্যান মোজাম্মেল শাহাজাদা সহ বিশিষ্টজনেরা।