হাসপাতালের পোস্টারে বাংলাদেশের লোগো! বিতর্ক চরমে

সংবাদ সফর, দুর্গাপুর: বাংলাদেশ জ্বলছে। শুধু মুজিব বা শেখ হাসিনা নয়, ভারত বিদ্বেষের হাওয়ায় উত্তপ্ত প্রতিবেশী রাষ্ট্র। আর এসবের মধ্যেই দুর্গাপুর মহকুমা হাসপাতালে গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো সম্বলিত পোস্টারে চাঞ্চল্য ছড়িয়েছে শিল্পাঞ্চলে। তা নিয়ে তৃণমূল বিজেপি রাজনৈতিক তরজা শুরু হয়েছে। উল্লেখ্য, দুর্গাপুর মহকুমা হাসপাতালের আই সিইউ-এর পাশে জ্বলজ্বল করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ক্যাঙ্গারু মাদার কেয়ারের পোস্টার। সদ্যোজাত সন্তানের পরিচর্যা সংক্রান্ত সচেতনতা বার্তা দেওয়া হয়েছে সেখানে। তাতে আপত্তি থাকার কথা নয়। কিন্তু হাসপাতালের সেই পোস্টারে বাংলাদেশ সরকারের লোগো নিয়েই জলঘোলা শুরু হয়েছে। এ ব্যাপারে হাসপাতাল সুপারের বক্তব্য, বিষয়টি তার জানা নেই। একইসঙ্গে এ ধরনের লোগো ব্যবহারে অনাপত্তির কথাও জানান তিনি। সেক্ষেত্রে সবকিছু খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন হাসপাতাল সুপার।
এদিকে, সরকারি হাসপাতালে বাংলাদেশের লোগো সম্বলিত পোস্টার প্রসঙ্গে সমালোচনায় মুখর বিজেপি। এ ব্যাপারে বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, সরকারি হাসপাতালে কেন্দ্র বা রাজ্য সরকারের পোস্টার থাকাই বাঞ্ছনীয়। সেক্ষেত্রে মহকুমা হাসপাতালে বাংলাদেশের লোগো সম্বলিত পোস্টারের তীব্র বিরোধিতা করেন তিনি। একই সঙ্গে তদন্ত সাপেক্ষে দোষীদের কঠোর শাস্তির দাবিও জানান ওই বিজেপি নেতা। যদিও এসবের নেপথ্যে ষড়যন্ত্রের তত্ত্ব খাড়া করেছেন শাসক নেতৃত্ব। এ ব্যাপারে জেলা তৃণমূল সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায়ের বক্তব্য, কেউ বা কারা চক্রান্ত করে এ ধরনের পোস্টার লাগিয়ে অযথা অশান্তি পাকানোর চেষ্টা করছে। সেক্ষেত্রে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন তিনি।