জেলা
কল্যানেশ্বরী মন্দিরে চুরি! অভিযোগে চাঞ্চল্য শহরে

সংবাদ সফর, আসানসোল: খনি শিল্পাঞ্চলে চুরি ডাকাতি চুরিচামারি লেগেই রয়েছে। ঘরবাড়ি, অফিস, কাছারি- এমনকি মন্দিরেও চোর বা দুষ্কৃতি হানা নতুন কিছু নয়। শনিবার পুরনো কল্যানেশ্বরী মন্দিরের চুরির ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে শহরে। আসানসোলের কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির অন্তর্গত সবনপুর সংলগ্ন ১৯ নম্বর জাতীয় সড়কের পাশে পুরনো কল্যানেশ্বরী মন্দির। সেই মন্দিরের দানপাত্র ভেঙে টাকা চুরির অভিযোগ উঠল। মন্দিরের সেবাইত দিলীপ দেওঘরিয়া জানিয়েছেন, সকালে মন্দিরে এসে দেখেন গেটের তালাভাঙা। দানপত্র থেকে টাকাও উধাও। তার কথায়, লক্ষাধিক টাকা ছিল ওই দানপাত্রে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ। আপাতত ঘটনার তদন্ত শুরু হয়েছে।