তিনটি রাস্তার সংস্কার কাজের শিলান্যাসে বিধায়ক

সংবাদ সফর, পান্ডবেশ্বর, ১০ এপ্রিল: তিনটি রাস্তার শিলান্যাস করলেন বিধায়ক। বৃহস্পতিবার পাণ্ডবেশ্বর বিধানসভার বহু প্রতীক্ষিত এই তিনটি রাস্তার শিলান্যাস করেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। পাণ্ডবেশ্বর হেলথ সেন্টার থেকে এক কিলোমিটার ডিভিসি পাড়া স্টার ক্লাব, ছোটমুড়ি থেকে ডিএভি স্কুল লিংক সহ দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউদোহা বাসস্ট্যান্ড থেকে লাউদোহা শ্মশানঘাট পর্যন্ত তিনটি রাস্তার জন্য প্রায় এক কোটি বাইশ লক্ষ টাকা ব্যয় হবে। পশ্চিম বর্ধমান জেলা পরিষদের অর্থানুকূল্যে এই কাজগুলি সম্পন্ন হবে বলে জানানো হয়েছে। এ প্রসঙ্গে বিধায়ক বলেন, ২০২১ বিধানসভা ভোটে প্রার্থী হিসেবে পাণ্ডবেশ্বরের সার্বিক উন্নয়নই মূল লক্ষ্য ছিল। পাণ্ডবেশ্বরের প্রতিটি প্রান্তে উন্নয়ন পৌঁছে দেওয়ার কাজ চলছে। সেক্ষেত্রে প্রতিশ্রুতি মতো জেলা পরিষদের অর্থানুকূল্যে তিনটি কাজের শিলান্যাস করা হল বলে জানান বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী।