হিন্দুরা ভোট দেবে না মমতাকে , দাবি শুভেন্দুর

সংবাদ সফর, দুর্গাপুর: হিন্দুরা মমতাকে ভোট দেবে না। স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন শুভেন্দু। সোমবার ঝাড়খণ্ডের জামতাড়ায় নির্বাচনী প্রচারে যাওয়ার পথে অন্ডাল বিমানবন্দরে নামেন বিরোধী দলনেতা। সেখানেই সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারীর দাবি, হিন্দু সনাতনী সহ আদিবাসী জনজাতিরাও তৃণমূলকে ভোট দেবে না। তবে সেক্ষেত্রে রাজ্যের উপনির্বাচনে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ নিয়ে আশঙ্কার কথাও শোনা যায় বিরোধী দলনেতার বক্তব্যে। সোমবার জুনিয়র ডাক্তারদের আন্দোলনের গতিপ্রকৃতি নিয়েও তার অবস্থান পরিষ্কার করে দেন তিনি। তার কথায়, প্রথম দিন থেকে আন্দোলনের পাশে ছিলেন তারা। কিন্তু বর্তমানে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের প্রতি সমর্থন, সম্পর্ক ছিন্ন করেছেন বলে প্রকারান্তরে জানিয়ে দেন বিরোধী দলনেতা। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠকের প্রসঙ্গ তুলে ধরেন তিনি। একইসঙ্গে আর জি করের ঘটনায় সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বলাই বাহুল্য, কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে জুনিয়র ডাক্তারদের প্রথম বৈঠকের বিরোধী ছিলেন তিনি। এমনকি ওই বৈঠকে জুনিয়র ডাক্তারদের না যাওয়ার আবেদনও জানান বিরোধী দলনেতা। পরবর্তীতে অনশন চলাকালীন ফের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন জুনিয়ার ডাক্তাররা। এসবই না পসন্দ ছিল শুভেন্দুর। এছাড়াও বিভিন্ন ঘটনায় বিজেপি সম্পর্কে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের অবস্থানও মোটেই স্বস্তিদায়ক ছিল না দলীয় নেতৃত্বের কাছে। তারই ফলশ্রুতিতে রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বঙ্গ সফরকালে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের গতিপ্রকৃতি নিয়ে বড়সড় প্রশ্ন তোলেন রাজ্য বিজেপি সভাপতি সহ বিরোধী দলনেতা। সোমবারও প্রায় একই সুর শোনা গেল শুভেন্দু অধিকারীর বক্তব্যে। এদিন অন্ডাল বিমানবন্দরে এদিন অন্ডাল বিমানবন্দরে বিরোধী দলনেতাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় সহ অন্যান্যরা।