উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা শহরে

সংবাদ সফর, আসানসোল: উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা ছড়াল শহরে। এমনকি বিজেপি বিধায়ককেও বিক্ষোভের মুখে পড়তে হয়।। সোমবার আসানসোল পুর নিগমের ৬৬ ও ৬৮ নং ওয়ার্ড অর্থাৎ কুলটি বালতোড়িয়া এলাকায় উচ্ছেদ অভিযান চালানোর সিদ্ধান্ত নেয় রেল কর্তৃপক্ষ। কিন্তু উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে পথে নামেন স্থানীয় মানুষজন। এ ধরনের উচ্ছেদ অভিযানের বিরোধিতায় বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। একইসঙ্গে কুলটি ব্লক তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও বিরোধিতায় সরব দলীয় নেতৃত্ব। এ ব্যাপারে তৃণমূল নেত্রী ইন্দ্রানী মিশ্র জানান, সংশ্লিষ্ট রেল প্রশাসনের সঙ্গে আলোচনা সাপেক্ষে আপাতত উচ্ছেদ অভিযান বন্ধ রাখা হয়েছে। কিন্তু যথাযথ পুনর্বাসন ছাড়া উচ্ছেদ অভিযান করতে দেওয়া হবে না বলেও রীতিমতো হুঁশিয়ারি দেন তিনি। এদিকে, এদিন ঘটনাস্থলে বিজেপি বিধায়ক পৌঁছতেই তৃণমূল কংগ্রেস সহ এলাকার মানুষজন বিক্ষোভ দেখাতে শুরু করেন। এমনকি বিধায়কের উদ্দেশ্যে ‘গো ব্যাক’ স্লোগানও দেন বিক্ষোভকারীরা। তবে এ ব্যাপারে বিজেপি বিধায়ক ডাঃ অজয় পোদ্দারের বক্তব্য, রাজ্যে ৯টি রেলের প্রজেক্ট বন্ধ রয়েছে। শুধুমাত্র রাজ্যের গাফিলতিতে প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকার এই ফ্রেট করিডর প্রকল্প রুপায়ন করা যাচ্ছে না। সেক্ষেত্রে সরকারি খাস জমিতে পুনর্বাসনের ব্যবস্থা করে সমস্যা সমাধানের সচেষ্ট হোক রাজ্য সরকার বলে জানান বিজেপি বিধায়ক। একইসঙ্গে তার বিরুদ্ধে বিক্ষোভ প্রসঙ্গে এটাই তৃণমূলের সংস্কৃতি বলে পাল্টা জবাব দিয়েছেন বিধায়ক।