তৃণমূল নেতাদের বিরুদ্ধে পোস্টারে চাঞ্চল্য শিল্পাঞ্চলে

সংবাদ সফর, দুর্গাপুর: দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অস্বস্তিতে শাসক শিবির। আর এসবের মধ্যেই দুই তৃণমূল নেতার বিরুদ্ধে স্বজনপোষণ ও দুর্নীতির অভিযোগে শোরগোল শুরু হয়েছে শিল্পাঞ্চলে। দুর্গাপুর নগর নিগমের ২৮ নং ওয়ার্ডের বিধান মাঝি ও অরুণ ধারার বিরুদ্ধে নামো সগড়ভাঙার বিভিন্ন জায়গায় দুর্নীতির পোস্টার পড়ে। একইসঙ্গে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে ওই দুই নেতার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ সম্বলিত লিফলেটও পড়ে থাকতে দেখা যায়। অভিযোগ, একসময় বিধান, অরুণরা সিপিএমের সক্রিয় কর্মী ছিলেন। ক্ষমতায় আসার পর তৃণমূলে যোগ দেন তারা। তারপর থেকেই স্বজন পোষণ থেকে শুরু করে বিভিন্ন দুর্নীতিমূলক কাজে তারা জড়িত রয়েছেন বলে উল্লেখ করা হয়েছে ওই পোস্টারে। যদিও তাদের বিরুদ্ধে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত দুই তৃণমূল নেতা। তাদের বক্তব্য, কেউ তাদের বিরুদ্ধে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। তবে এ ব্যাপারে বিরোধীদের বিরুদ্ধেও আঙ্গুল তুলেছেন তারা।
বলাই বাহুল্য, দিন কয়েক আগে লোহাচুরি কান্ডে দুই তৃণমূল নেতাকে পাকড়াও করে পুলিশ। এই চুরি কাণ্ডে একাধিক তৃণমূল নেতাকর্মীর নাম রয়েছে বলে বিভিন্ন সূত্রে খবর মিলেছে। আর এসবের মধ্যেই সগরভাঙায় দুই তৃণমূল নেতার বিরুদ্ধে সন্ত্রাস, দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগে চাঞ্চল্য শুরু হয়েছে শিল্পাঞ্চলে।