শিল্পাঞ্চল
দিনেদুপুরে চুরি! চাঞ্চল্য শিল্পাঞ্চলে

সংবাদ সফর, দুর্গাপুর: দিনেদুপুরে চুরি! দুর্গাপুরের ২৭ নম্বর ওয়ার্ডের বিধাননগর হাউসিং এলাকার এ ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ঘটনার তদন্তে নেমেছে নিউ টাউনশিপ থানার পুলিশ। শিল্পাঞ্চলে দুঃসাহসিক এই চুরির ঘটনায় নগদ ৫০ হাজার টাকা ও ৪ ভরি সোনার গহনা খোয়া গিয়েছে বলে অভিযোগ। এ ব্যাপারে গৃহকর্তা মাধব দত্তের বক্তব্য, তিনি ও তার স্ত্রী দুজনেই বাড়ির বাইরে ছিলেন। তার স্ত্রী ফিরে এসে দেখেন বাড়ির দরজা ভাঙা। ঘরের জিনিসপত্র যত্রতত্র পড়ে রয়েছে। আলমারিও ভাঙা। আলমারিতে থাকা নগদ ৫০ হাজার টাকা ও চার ভরি সোনার গহনা উধাও হয়ে গিয়েছে। তড়িঘড়ি পুলিশকে খবর দেওয়া হয় বলে জানান বাড়ির গৃহকর্তা। অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তে নেমেছে পুলিশ। তবে দিনের আলোয় দুঃসাহসিক এই চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়